কবিতা : ব্রহ্মদেয়াল    

প্রতিনিধি | সাহিত্য

সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২০|১৪:৫৫:৩৭ মি.


হাসনাইন হীরা

ডাকঘর নেই, বিস্মৃতি আড়াল করে আছে হরিণের ডাক
বিজন চিঠি পাশ ফিরে শোয়, গায়ে মাখি বিষণ্ন পরাগ? 
মাজেজার গান নিয়ে ফিরেছে কাক; কাক কি কোকিলের ছা!  
এসব প্রশ্ন আড়ালেই থাক, ভোরের পাপশে ধুয়ে নেই পা।  
ভেজা পাতার দুঃখ শুকাতে শুকাতে বদলে গেছে ভাদ্রমাস। 
কানখাড়া কথায় এখন শালবনে তালপাকে, 
সাতপাকে খুলে যায় জীবনের অগ্নিকোরাস। 
দোয়েলের শিসে আঁকা যে সকল টুকরো টুকরো জীবন  
মহৎ মৃত্যুর সিনেমায় ঝলসে উঠেছিল প্রলুব্ধ পালকের পাঠে! 
তার চারপাশে এখন ব্রহ্মদেয়াল, ঋতুর পাহারা। 
উলেন বালিকারা চোট খেয়ে ঢুকে পড়েছে তারাপুঞ্জের মাঠে।  
ভুলপাঠে- প্রতিশ্রুতি থেকে কতদূর উড়ে যাবে তুমি!  
শতাব্দির চোরাস্রোতে বেগানা মাছ ঘাই দিলে দূরগামী 
স্বপ্নসমেত ডিঙি ডুবে যায়, শ্বেতবনে ঢুকে পড়ে অতিকায় বর্ষণ
দ্বাদশ অধ্যায়ে বিরহ লিখি, লেখা থেকে ছিটকে পড়ে ময়ূরাক্ষীমন। 
কিছুক্ষণ- কোথাও পৌঁছে যাবার ভয় সেলাই করতে করতে  
শ্মশানে জল ও অগ্নি মন্থনে ঢুকে পড়বো ঠিকানাহীন গৃহস্থের খামে।
 

পাঠকের মন্তব্য Login Registration